The Lawyer BD-এম. এম. শাহীনুর

এম. এম. শাহীনুর

জন্ম পারিবারিক বর্ণনাঃ এ্যাডভোকেট এম. এম. শাহীনুর, গ্রাম- বিলদোড়িয়া, ডাকঘর- পারোখালি, থানা- তেরখাদা, জেলা- খুলনাতে ১৯৬৯ সালের ০৫ই অক্টোবর জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম ডাঃ এম. এম. লুৎফর রহমান, মাতার নাম মোসাঃ সোহুদা বেগম। এম.এম. শাহীনুরের দুই ছেলে। বড় ছেলে মাষ্টার্স পড়াশোনা করছে এবং ছোট ছেলে ৮ম শ্রেনীতে পড়াশোনা করছে। তার স্ত্রী এ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন জেলা আইনজীবী সমিতি, খুলনার সদস্য এবং সিভিল-ক্রিমিনাল দুইধরনের মামলাই প্রাকটিস করেন। 


শিক্ষাঃ তিনি বর্তমান নড়াইল জেলা, কালিয়া থানাধীন বড়নাল প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। তৎপর ৫ম শ্রেণীতে পড়াকালীন খুলনার সরকারী মডেল বহুমুখী বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৮৫ সালে বিজ্ঞান বিভাগে এস.এস.সি পাশ করেন। তিনি সরকারী সুন্দরবন কলেজ থেকে ১৯৮৭ সালে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি পাশ করেন, সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে ডিগ্রী এবং এশিয়ান ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাস থেকে মাষ্টার্স পাশ করে। সর্বপরি সিটি কলেজ থেকে এলএলবি ডিগ্রী অর্জন করেন।


কর্মময় জীবনঃ ২০০৩ সালে আইনজীবী হিসাবে খুলনা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। ২০২২ সালে আয়কর আইনজীবী হিসাবে এ্যাডভোকেট মোঃ মুজিবর রহমান-এর সাথে প্রাকটিস শুরু করেন। বর্তমানে তিনি আয়কর আইনজীবী হিসাবে নিয়মিতভাবে প্রাকটিস করছেন।

উন্নয়ন কর্মকান্ডঃ কর্মময় জীবনে তিনি তার এলাকার অনেক উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করেছেন। তিনি তার নিজের এলাকা গ্রীণভিউ আবাসিক এলাকা-৩, ডাকঘর-জলমা, থানা-লবনচরা, জেলা-খুলনার উন্নয়ন কমিটির সহ-সভাপতি এবং তার এলাকার মসজিদ ও মাদ্রাসা, নাম- বাবরী মসজিদ বাংলাদেশ, খুলনার সাধারণ সম্পাদক হিসাবে সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।

 সখঃ তার সবচেয়ে বড় সখ কম্পিউটারে ডাটাবেজ প্রোগ্রামিং করা তার বড় ছেলে এম.আহম্মদ উল্লাহ রিফাত একজন কম্পিউটার প্রোগ্রামার। মাদার কম্পিউটারসটি তার ছেলের প্রতিষ্ঠান। MSoftBD উক্ত প্রতিষ্ঠান দ্বারা তৈরিকৃত এ্যাকাউন্টিং, ট্রেডিং এবং ইনভেন্টরী সফটওয়্যার। আইনপেশার অবসরে তিনি তার ছেলের পেশা কম্পিউটার প্রোগ্রামিং-এ সহযোগীতা করেন


Share: Facebook
Address

77 K K C Super Market, Khulna

Phone

Office : +880 19 3126-7259

Social